
আদমদীঘি প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার পৌর শহরে বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হকের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শরীর চর্চা শিক্ষক দেওয়ান আল আমীন ও সহকারী অধ্যাপক মাসুদ রানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় কলেজ মিলানায়তনে অনুষ্ঠিত সভায় অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্্রু। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম আসাদুল হক। বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি হাফেজ আতোয়ার রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলাম, আদমদীঘি উপজেলা শাখা। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফিজুর রহমান টিকন, সহকারী অধ্যাপক ইউনুস আলী সরদার, সহকারী অধ্যাপক মাহবুবুর রশীদ, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও সাংবাদিক মোঃ রবিউল ইসলাম (রবীন), কলেজের প্রাক্তন ছাত্র ও সাবেক কমিশনার মোঃ ওয়াহেদুল ইসলাম (ওয়াহেদ), প্রাক্তন ছাত্র ও প্রভাষক আব্দুল আজিজ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দোয়া পারিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ মাহতাব উদ্দীন সন্ডল। উল্লখ্য, ১৯৭৮ সালের ২ সেপ্টম্বর পার্বত্য চট্রগ্রামে তৎকালিন শান্তিবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে লেঃ আহনাসুল হক ইন্তেকাল করেন। ১৯৭৮ সালে সরকার তাকে বির বিক্রম উপাধি প্রদান করেন। তাঁর নামে ১৯৯৫ সালে বগুড়ার সান্তাহারে শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত হয়।