৩০ আশ্বিন, ১৪৩২

১৫ অক্টোবর, ২০২৫

পাবনার বেড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এর উদ্দোগে মানববন্ধন অনুষ্ঠিত

এম.এ.হাই/সাঁথিয়া,পাবনা প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ৫:২৪ অপরাহ্ন
পাবনার বেড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এর উদ্দোগে মানববন্ধন অনুষ্ঠিত

সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি:
 এস আলম এর দ্বারা অবৈধভাবে (২০১৭ সাল থেকে ২০২৪ সাল )নিয়োগক প্রাপ্ত অদক্ষ কর্মকর্তা  কর্মচারীদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবীতে  ইসলামী ব্যাংক বেড়া শাখার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার  সকাল সারে ৯ টার দিকে  উপজেলার ফজলাল ফকির মোড়ে বেড়া ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে ।


মোশারফ হোসেনের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরের বিশেষ অঞ্চলের লোকদের অবৈধ নিয়োগ বাতিল করে অনতিবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে। এস আলম গ্রুপ কর্তৃক বিদেশে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার দাবীও করেন তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম বেড়া শাখার সভাপতি আতাউর রহমান, সেক্রেটারি মোহাম্মদ আলী জিন্না, গ্রাহক মোজাম্মেল হক, হাফেজ মাওলানা আব্দুর রহিম, হাফেজ আব্দুস সালাম বিপুলসহ অনেকে।সংখ্যক গ্রাহকবৃন্দ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।