
বিশেষ প্রতিনিধি: বগুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি। রবিবার সকালে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলার সিভিল সার্জন ডা. খুরশীদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হুসনা আফরোজা। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান করে এ মাসব্যাপী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
বগুড়া জেলা পুলিশ সুপার জিদান-আল মুসা, বিএমএ বগুড়া পরিচালক ডা. আফসারুল হাবিব রোজ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী আকন্দ, মো. রেজওয়ান হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ডা. এস. এম. নুর-ই সাদিদ, ডেপুটি সিভিল সার্জন, ডা. ফারজানুল ইসলাম, ইউএইচএফপিও, বগুড়া সদর এবং মো. মোস্তাফিজার রহমান, অধ্যক্ষ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ।
এছাড়া অনুষ্ঠানে চিকিৎসা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. খুরশীদ আলম জানান, উদ্বোধনী দিনে জেলার ১৭টি স্কুলে মোট ৫,০৮২ জন শিক্ষার্থী ও শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে বগুড়ার ৯টি উপজেলায় মোট ৩,২০৭ ওয়ার্ড, ৩৭৭ বিদ্যালয় ও ২,৭২৪ টিকাদান কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম চলবে। এতে ৭৬৬ জন টিকাদানকারী এবং ৫,০১৬ জন স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন, যাদের কাজ পর্যবেক্ষণ করবেন ১৫টি এইএফআই টিম। এই উদ্যোগের মাধ্যমে ৯,৪৮,৩৭৬ শিশুকে টিকাদানের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”
প্রধান অতিথি জেলা প্রশাসক হুসনা আফরোজা বলেন,“প্রত্যেক শিশুকে টিকাদানের আওতায় আনতে সবার ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের সচেতনতা ও প্রচারণা শিশুদের টিকাগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে টিকাদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয়।
উপস্থিতদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর স্বাস্থ্য-সচেতনতার অভিযাত্রায়।