৩০ আশ্বিন, ১৪৩২

১৫ অক্টোবর, ২০২৫

চীনে স্পিড স্কেটিং টুর্নামেন্টে খেলবে বগুড়ার পৃথিবী

স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন
চীনে স্পিড স্কেটিং টুর্নামেন্টে খেলবে বগুড়ার পৃথিবী

স্টাফ রিপোর্টারঃ  চীনের জিনজিয়াং রাজ্যের কারামাইতে অনুষ্ঠিত হচ্ছে স্পিড রোলার স্কেটিং টুর্নামেন্ট। দীর্ঘ সাত বছর পর বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশের স্কেটাররা। স্বপ্ন নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়ে শিরোপা অর্জন।

 বুধবার দুপুর ২টা ১০ মিনিটের ফ্লাইটে চীনের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন মনোনীত সাতজন খেলোয়াড় ও তিনজন কর্মকর্তা। আগামী ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর চীনের জিনজিয়াং রাজ্যে অনুষ্ঠিত হবে বেল্ট অ্যান্ড রোড নামের চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্ট। বিদেশের মাটিতে খেলবে বাংলাদেশ টিমের খেলোয়াড়- আকিফ হামিদ, মুনজির আফনান বিশ্বাস, আতাহার শিহাব অদিত, জারিফ আহমেদ সরকার, ফ্যালিশা রুজবেহ, আফরাজ বিন আরিফ এবং নাবীয়্যূন ইসলাম পৃথিবী।

বাংলাদেশ টিমের প্রতিনিধিত্ব করবেন রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, প্রধান কোচ আশরাফুল আলম মাসুম ও সহকারি কোচ আসিফ ইকবাল। এদিকে ঢাকার বাইরে একমাত্র প্রতিযোগী হিসেবে প্রথমবার আন্তর্জাতিক স্পিড স্কেটিং খেলোয়াড় মনোনীত হয়েছে বগুড়ার স্কেটার নাবীয়্যূন ইসলাম পৃথিবী। সে প্রায় ৮ বছর বগুড়ায় স্কেটিং করছে। বগুড়া রোলার স্কেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও কোচ সাংবাদিক আশরাফুল ইসলাম রহিতের বড় ছেলে নাবীয়্যূন ইসলাম পৃথিবী। এরআগে স্পিড স্কেটিংয়ে ২টি জাতীয় ইভেন্টে দ্বিতীয় স্থান (সিলভার মেডেল) অর্জন করেছে। রোপ স্কিপিংয়ে স্কুল ভিত্তিক প্রতিযোগিতায় চলতি বছরে বগুড়া সদর উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।