
বগুড়া প্রতিনিধি :
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সরকারি শাহ্ সুলতান কলেজে এক ইন্টার প্রথম বর্ষের সাধারণ শিক্ষার্থী হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন, বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক রোমান হোসেন, ছাত্রদল নেতা রাইহান হোসেনসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
তাদের সঙ্গে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরাও উপস্থিত হয়ে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেন। পরে শিক্ষার্থীকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর উপস্থিত নেতৃবৃন্দ জানান, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও মানবিক প্রয়োজনে এভাবেই পাশে থাকবে।