
চুয়াডাঙ্গা সদর উপজেলার শহীদ হাসান চত্ত্বরে আজ অনুষ্ঠিত হয় “দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল” শীর্ষক বনজপ্রাণী ও পাখি সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন—আতিকুর রহমান রুমন, প্রধান সমন্ময়কারী, বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।আদনান আজাদ, আহ্বায়ক, বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।ডা. আতিকুর রহমান মিঠু, কিউরেটর, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। ডা. আ. হ. ম. শামিমুজ্জামান, উপ পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর।তৌফিক সিতু, সদস্য, বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।শুভব্রত সরকার, প্রাণিবিদ এবং সদস্য, বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
স্থানীয় বণ্যপ্রাণী সংরক্ষকদের মধ্য বক্তব্য রাখেন বখতিয়ার হামিদ, শাকিল আহমেদ। -স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষক। আহসান হাবিব শিপলু, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ। শরিকুজ্জামান সিজার, সভাপতি, জেলা যুবদল আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা প্রকৌশলী আবু হানিফ , ফয়সাল সিজান , মশিউর রহমান মহন সহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মুসতাকিম বিল্লাহ। বক্তারা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা পরিবেশ রক্ষার অপরিহার্য অংশ। তারা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অঙ্গীকার করেন— “দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল” এই শপথে অনুপ্রাণিত হয়ে তারা বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাবেন।