
বিশেষ প্রতিনিধিঃ সরকার ঘোষিত এমপিওভুক্ত শিক্ষকদের মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। শনিবার সকালে বগুড়ার ঐতিহাসিক সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি প্রভাষক মো. হেদাইতুল ইসলাম।
সঞ্চালনায় ছিলেন শহর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ এবং ড. শফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার। তিনি বলেন,“শিক্ষকদের মর্যাদা রক্ষায় অবিলম্বে সরকারের ঘোষিত ৫০০ টাকার বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং ন্যূনতম ৫০ শতাংশ বাড়ি ভাতা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় শিক্ষক সমাজকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের শহর শাখার উপদেষ্টা অধ্যাপক রফিকুল আলম,
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক,
এবং অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে শিক্ষক সমাজকে সম্মান ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত শিক্ষক সমাজের সঙ্গে অবিচার এবং তা অবিলম্বে সংশোধন করা উচিত।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে শহর ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।