
বিশেষ প্রতিনিধিঃ কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজে একাদ্বশ শ্রেণীর ক্লাস উদ্বোধনী অনুষ্ঠান কলেজের আব্দুল লতিফ মিলনায়তনে সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ একেএম রেজাউল আখলাকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের খিরসেহির আহি এভরান বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক ডঃ মোস্তফা ফয়সাল পারভেজ ।
বিশেষ অতিথিগন কলেজের গভর্নিং বডির সদস্য ও কাহালু সদর ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মোমেন, নজরুল ইসলাম সাইফুল, ফকরুল ইসলাম, আব্দুস সাহিদ, আবু দাউদ প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রভাষক আঃ হালিম, সহকারী অধ্যাপক রায়হানুল ইসলাম, সহকারী অধ্যাপক ইয়াসিন আলী, সহকারী অধ্যাপক জামরুল ইসলাম, সহকারী অধ্যাপক মহররম আলী, সহকারী অধ্যাপক সামছুল আলম, সহকারী অধ্যাপক সুজাউল ইসলাম ও উপাধাক্ষ্য মিল্লাত হোসেন বক্তব্য দিক নির্দেশনামুলক প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সাংবাদিক মোঃ মামুন-উর-রশিদ।
বক্তাসন, ছাএীদেরকে সর্বোচ্চ মনযোগ দিয়ে পড়াশুনা করার পরামর্শ দেন। যেকোন সমস্যা হলে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেন, যাতে তাদের পড়াশুনার যাত্রা থেমে না যায়। অনুষ্ঠানে দ্বিতীয় বর্ষের ছাত্রীরা প্রথম বর্ষের ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়।