৩০ আশ্বিন, ১৪৩২

১৬ অক্টোবর, ২০২৫

মাদক প্রতিরোধে জিরো টলারেন্স

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড

বগুড়ার শেরপুর উপজেলার বোয়ালকান্দি ব্রিজ এলাকায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে আটক করে শাস্তি দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় চকখানপুরের মো. রসুল শেখের ছেলে আবু রায়হান (২৫) ও রনবীরবালার মৃত কাইঞ্চা চন্দ্রের ছেলে শ্রী বিকাশ চন্দ্র (২৯)-কে হাতেনাতে ধরা হয়।

ভ্রাম্যমাণ আদালত আবু রায়হানকে ৫০০ টাকা জরিমানাসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বিকাশ চন্দ্রকে ৬০০ টাকা জরিমানাসহ একই মেয়াদের কারাদণ্ড প্রদান করেন। অভিযানে শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদিনের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে।

এদিকে, শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কে সাম্প্রতিক সময়ে ছিনতাই ও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ১৮ দিনে এ মহাসড়কে পাঁচটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গত ১২ আগস্ট শালফা কলেজপাড়া এলাকায় ব্যবসায়ী রাশেদুল ইসলাম রূপমের কাছ থেকে দুষ্কৃতকারীরা ৮,০০০ টাকা, একটি আইফোন ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। মোটরসাইকেলে আসা পাঁচজন ছিনতাইকারী তার পথরোধ করে এ ঘটনা ঘটায়। ভুক্তভোগী রাশেদুল বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বথুয়াবাড়ী ফিলিং স্টেশনের পরিচালক মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয়রা জানান, মহাসড়কে পুলিশি টহল ও নজরদারির ঘাটতির কারণে রাতের বেলা চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা প্রশাসনের কাছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত টহলের দাবি জানিয়েছেন।