
মিজানুর রহমান আশিকঃ
বগুড়া সদর থানা পুলিশ সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি বন্যা বেগমকে গ্রেপ্তার করেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের নামাজগড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বন্যা বেগম (৩৩) পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি মালগ্রাম এলাকার সাজু কসাইয়ের কন্যা ও সিরাজ মিয়ার স্ত্রী। ২০১১ সালে হিলি সীমান্ত থেকে ফেনসিডিল বহনের সময় পাঁচবিবি থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ওই মামলায় আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অল্প বয়সেই মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বন্যা। বিভিন্ন সময়ে নাম-পরিচয় গোপন রেখে দেশের নানা স্থানে বসবাস করেছেন। সম্প্রতি বগুড়ার নামাজগড়ে ভাড়া বাসায় থেকে আবারও মাদক ব্যবসা শুরু করেন।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এএসআই উজ্জ্বল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে আদালতে আরও পাঁচটি মাদক মামলা চলমান রয়েছে।”