
বগুড়া, ৪সেপ্টেম্বর ২০২৫ :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বগুড়া জেলা শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে, বগুড়া সদর উপজেলা যুবদলের নাম ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়ানো হয়েছে। উক্ত ভিডিওতে বগুড়া সদর উপজেলা যুবদলের সাথে সম্পৃক্ততা দেখানো হলেও বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া সদর উপজেলা যুবদল দীর্ঘদিন ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও গণমানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অথচ একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। দেশের গণতান্ত্রিক আন্দোলন ব্যাহত করার জন্যই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব অপপ্রচারকারীরা দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ। তারা এভাবে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিকভাবে ফায়দা লুটতে চাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
এ প্রসঙ্গে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান জানান, অবিলম্বে এসব দুষ্কৃতিকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে তারা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহমেদ রবি।