
বগুড়া প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা কুসুম্বী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম (৭৫)–কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে শেরপুর থানা পুলিশের একটি দল বাগড়া বসতি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি মৃত এলাহী বক্সের ছেলে এবং শেরপুর থানার কুসুম্বী ইউনিয়নের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের জনসংযোগ কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।