
মাজেদুর রহমানঃ
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে চলমান জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বুধবারের খেলায় সদর উপজেলা ৪-১ গোলে আদমদীঘি উপজেলাকে পরাজিত করেছে।
বগুড়া সদরের ফরেন রিক্রুট বো বো দুটি এবং সাঈদ ও ওমর একটি করে গোল করেন। আদমদীঘির পক্ষে একমাত্র গোলটি করেন প্যাট্রিক। ম্যাচটি পরিচালনা করেন জাহিদুল ইসলাম, তাকে সহযোগিতা করেন জুয়েল শেখ, শফিক ও রঞ্জু। খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সদর উপজেলার মইনুল। পুরস্কার তুলে দেন জুলাই শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন—বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, সহকারী কমিশনার (ভূমি) শ্রী পলাশ চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেলসহ প্রশাসন ও ক্রীড়া অঙ্গনের অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, রাজাপুর প্যানেল চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রেজা, শাখারিয়া ইউপি চেয়ারম্যান রাজু, নামুজা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাসেল শেখ, ফাঁপোর প্যানেল চেয়ারম্যান আবু রায়হান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুল আলম মন্ডল, নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ বজলু, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি, গোকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকমল হোসেন সজল, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি, সদর উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু, রাজাপুর ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহীন আলমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।