
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকালে জাতীয় প্রেসক্লাবের (২য় তলা) মানিক মিয়া মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান মো. মনিনুর রশিদ শাইন এবং সঞ্চালনা করেন মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর। সম্মানিত অতিথি ছিলেন মো. ওবায়দুর রহমান শাহিন, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. বাছির জামাল, সহকারী মহাসচিব, বিএফইউজে; মো. শহিদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন; এবং মো. খুরশীদ আলম, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. হাসান সরদার জুয়েল, কাজী মাহমুদুল হাসান, ড. শাহজাহান কবীর, মো. গোলাম সারওয়ার, এস. এম. মঞ্জুর উল হাসান, মো. ইমাম হোসেন, মো. রেজাউল করীম নাসির তালুকদার, খ. ম. একরামুল হক ও মো. নাজমুল বাসু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মো. আরফাতুর রহমান (আপেল), মো. আজিবুল হক পার্থ, সালাহউদ্দিন আহমেদ, মো. মইনুর রশিদ চৌধুরী; সহকারী মহাসচিব আখতার রহমান, মো. মোশারফ হোসেন; সাংগঠনিক সম্পাদক আবেদ আলী; সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আওয়াল; প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাসুদ খান আকাশ; সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শিপন আলী; জনকল্যাণ সম্পাদক মো. মাহমুদ মিয়া; সহকারী জনকল্যাণ সম্পাদক মো. সোহানুর রহমান; প্রশিক্ষণ সম্পাদক মো. তুষার আহমেদ; মানবাধিকার সম্পাদক মো. শাহাদাৎ হোসেন; সহকারী মানবাধিকার সম্পাদক এড. মো. মোসাদ্দেক হোসেন প্রিন্স; আইন সম্পাদক এড. মো. মঞ্জুর রহমান; সহকারী আইন সম্পাদক মো. আব্দুল আলিম আরাফাত ও এড. কাজী গাওসুল হায়দার; ক্রীড়া সম্পাদক এড. তাহমিনুর রহমান সজিব; সহকারী ক্রীড়া সম্পাদক মো. বজলুর রশীদ সুইট; তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. নাজমুল হক সানি; গবেষণা সম্পাদক মো. ঈমাম হোসেন; সহকারী গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম; সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. সোলায়মান হোসেন; সহকারী সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. আতিকুর রহমান।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহফুল আলম, মো. দুলাল হোসেন, মো. মনসুর আলম, মো. রাকিব হোসেন হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বক্তারা সাংবাদিকদের উন্নয়ন, কল্যাণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।