৩০ আশ্বিন, ১৪৩২

১৬ অক্টোবর, ২০২৫

বগুড়া সদর উপজেলায় "ভয়েস অব জুলাই"র আহ্বায়ক কমিটি গঠন

শাফায়াত সজল/বিশেষ প্রতিনিধি,বগুড়া প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন
বগুড়া সদর উপজেলায় "ভয়েস অব জুলাই"র আহ্বায়ক কমিটি গঠন

 

বিশেষ প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার ছাত্র জনতার সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন ভয়েস অব জুলাই বগুড়া।

আহবায়ক আজিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রাজ ও সদস্য সচিব নাজমুল হাসান নেহাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া সদর উপজেলা শাখার এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে আহবায়ক কমিটির তালিকা সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। আগামী তিন মাস এই আহবায়ক কমিটি কার্যক্রম পরিচালনা করবে বলে  জানানো হয়। 

জুনায়েদ হোসেনকে আহ্বায়ক, আহসান হাবিব সায়েমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ আব্দুল মোমিনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হলেন সম্রাট সরদার, হানজেলা রহমান মাহিন, সৈয়দ মিরাজ জুলফুল, মোঃ দিনার, নুরে আলম বাবলা, রাজ বাবু, মোঃ বাঁধন হাসান, জিসান হোসেন জনি, ইঞ্জি. সামিউল ইসলাম সুমন, মোঃ ইমরান, সামসুর রহমান, আপন ইসলাম, আব্দুল আলিম ও মুরাদ হাসান আকাশ।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন নাজমুল ইসলাম, মোঃ রাকিব, মুক্তার রহমান, মোঃ আব্দুল্লাহ আল সাকিব, শেখ আব্দুল বারিউল, মোঃ আব্দুল্লাহ, মোঃ জামিউল, সিয়াম শেখ, মোঃ শাওন, সাগর আলী, নয়ন হোসেন, মোঃ হাসান, মনিরুল ইসলাম ও মোরশেদ আলী।

উল্লেখ্য, ভয়েস অব জুলাই বগুড়া একটি অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন। সংগঠনটির মূল লক্ষ্য উদ্দেশ্য হলো, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখা এবং তরুণদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা।