৩০ আশ্বিন, ১৪৩২

১৬ অক্টোবর, ২০২৫

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শেরপুর উপজেলার জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৬:০৮ অপরাহ্ন
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শেরপুর উপজেলার জয়

ডেস্ক নিউজঃ

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল 
টুর্নামেন্টের সোমবারের খেলায় শেরপুর উপজেলা ট্রাইবেকারে ৭-৬ গোলে গাবতলী উপজেলাকে পরাজিত করেছে । নির্ধারিত সময়ের খেলা ০-০ গোলের ড্র ছিল ।  খেলাটি পরিচালনা করেন মমিন জুয়েল তাকে সহযোগিতা করেন মুক্তার শাকিল ও কৰিৱ  । ম্যান অব দ্যা ম্যাচ শেরপুর উপজেলার গোলরক্ষক মোমিন । বগুড়া জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন  ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য   খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল প্রমুখ । আগামী ২০ সেপ্টেম্বর শনিবার  খেলা  ধুনট উপজেলা বনাম দুপচাঁচিয়া উপজেলা।

এদিকে বাফুফের ব্যবস্থাপনায় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের বগুড়া ভেন্যুর খেলায় আগামী ১৭সেপ্টেম্বর বুধবার বিকাল তিনটায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে স্বাগতিক বগুড়া জেলার মোকাবেলা করবে রাজশাহী জেলা ফুটবল দল। গত ১০ সেপ্টেম্বর রাজশাহী ভেনুতে প্রথম লেগের খেলায় অ্যাওয়ে ম্যাচে বগুড়া জেলা ফুটবল দল ২-১ গোলে রাজশাহী জেলা দলকে পরাজিত করেছিল।