
মাজেদুর রহমানঃ
বগুড়ায় জেলা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এসময় দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা যায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর থানার চক সূত্রাপুর হরিজন কলোনি এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সদর ক্যাম্প ক্যাপ্টেন জানে আলম সাদিফ এবং পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।
এসময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার, সদর ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম ও সদর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলমসহ জেলা পুলিশের একাধিক কর্মকর্তা।
অভিযান চলাকালে ১৬০ বোতল কেরু মদ, ৩০ বোতল দেশি বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, চারটি ওজন মাপার মেশিন ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—শ্রী হরিজন (৩৫), পিতা শ্রী বিল্টু হরিজন এবং শ্রী শান্ত বাসফোর (২৫), পিতা শ্রী বাদল বাসফোর। উভয়েই চক সূত্রাপুর হরিজন কলোনির বাসিন্দা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সদর থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।