৩০ আশ্বিন, ১৪৩২

১৬ অক্টোবর, ২০২৫

মরিচ ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা

বগুড়ায় পুলিশি তৎপরতায় ১০ ঘণ্টায় ৩ ডাকাত গ্রেফতার, উদ্ধার ছিনিয়ে নেওয়া টাকা

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
বগুড়ায় পুলিশি তৎপরতায় ১০ ঘণ্টায় ৩ ডাকাত গ্রেফতার, উদ্ধার ছিনিয়ে নেওয়া টাকা

 

বগুড়া প্রতিনিধি  

বগুড়ায় প্রকাশ্য দিবালোকে সংঘটিত এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ী মহলে। শুকনা মরিচ ব্যবসায়ীকে টার্গেট করে সংঘটিত এ হামলায় ছিনিয়ে নেওয়া হয় বিপুল অঙ্কের নগদ অর্থ ও মোবাইল ফোন। তবে আতঙ্ক ছড়ানোর আগেই পুলিশি তৎপরতায় ঘটনার মোড় নেয় নাটকীয়ভাবে—মাত্র ১০ ঘণ্টার মধ্যে তিন অভিযুক্ত গ্রেফতার এবং উদ্ধার হয় লাখো টাকা।

 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার দত্তবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় মরিচ ব্যবসায়ী ও তার খালাতো ভাই প্রাইম ব্যাংকের বড়গোলা শাখা থেকে ৫ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন। পরে একটি হোটেলে খাবারের সময় ৭–৮ জন সশস্ত্র যুবক অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। মুহূর্তেই ফিরোজা রঙের ব্যাগ থেকে ছিনিয়ে নেওয়া হয় ৫ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন। হামলায় ছুরিকাহত হন ব্যবসায়ী ও তার সহগামী ভাই।

 

ঘটনার পরপরই বগুড়া সদর থানায় ডাকাতি মামলা (এফআইআর নং–৭১/১৯-০৯-২৫) দায়ের হয়। তদন্ত কর্মকর্তা এসআই জিয়াউর রহমান তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় রাতভর অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন—রাজন ওরফে কালা রাজন, রিয়াজ ও লিটন।

 

তল্লাশিতে রাজনের কাছ থেকে উদ্ধার হয় নগদ ২ লাখ টাকা এবং লিটনের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা। উদ্ধারকৃত অর্থ জব্দতালিকা অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।

 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বলেন, “অভিযানের মাত্র ১০ ঘণ্টার মধ্যেই আমরা বিপুল অঙ্কের অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছি। তিন আসামিকে গ্রেফতার করা হলেও ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে—তা খতিয়ে দেখা হচ্ছে।”

 

ছিনতাই হওয়া অর্থের সঙ্গে ব্যাংক থেকে উত্তোলিত টাকার ৩৭ হাজার ২০০ টাকার ব্যবধান প্রসঙ্গে ওসি বলেন, “ছিনিয়ে নেওয়ার সময় ডাকাতরা ওই টাকা নিতে পারেনি এবং তা ভুক্তভোগীর কাছেই রয়েছে।”