৩০ আশ্বিন, ১৪৩২

১৬ অক্টোবর, ২০২৫

শাজাহানপুরে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর ব্যাপক গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ৭:০৪ অপরাহ্ন
শাজাহানপুরে জামায়াতের এমপি প্রার্থী গোলাম রব্বানীর ব্যাপক গণসংযোগ

 

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী শাজাহানপুরের আড়িয়া ও চোপিনগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। 

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার আড়িয়া ইউনিয়নে আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়, সানবিমস স্কুল, বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসা ও বামুনিয়া সমবায় ফাযিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় করেন। এবং বিকাল ৪টায় থেকে চোপিনগর ইউনিয়নে বীর কুষ্টিয়া, কামারপাড়া ভোলা বাড়ি স্ট্যান্ড, জয়ন্তবাড়ি স্ট্যান, বড়পাথার বাজারে গণসংযোগ শেষে কচুয়াদহ বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় গোলাম রব্বানী বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এটা কেবল একটি স্লোগান নয়, এটি একটি বাস্তব সত্য। একটি জাতিকে ধ্বংস করতে চাইলে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলেই যথেষ্ট। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ আমাদের শিক্ষা খাত ধ্বংসের দ্বারপ্রান্তে। রাজনৈতিক প্রভাব, দুর্নীতি, দলীয়করণ, অব্যবস্থাপনা এবং বাণিজ্যিকীকরণের কারণে শিক্ষার মান ও স্বচ্ছতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত একজন মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, আমি নির্বাচিত হলে শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেব। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ করে তুলব, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করব এবং শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় করব। শিক্ষকরা হচ্ছেন জাতির নির্মাতা, অথচ তারা আজ ন্যায্য মর্যাদা থেকে বঞ্চিত। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, শিক্ষকদের সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনা হবে।

গণসংযোগে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমান, নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রউফ খাঁন, আড়িয়া ইউনিয়ন আমীর মাওলানা ফজলুর রহমান, চোপিনগর ইউনিয়ন আমীর ডাঃ সালেকুর রহমান, আড়িয়া ইউনিয়নের সেক্রেটারি এম.এ. হাদী ফিরোজ, চোপিনগর ইউনিয়নে সেক্রেটারি মাওলানা মোজাহার আলী, চোপিনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আ.ন.ম ইয়াহিয়া, আড়িয়া ইউনিয়নের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল ওহাব, বায়তুলমাল সেক্রেটারি শওকত হোসেন বেলাল, অফিস সেক্রেটারি মাকছুদুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহার হোসেন, মাওলানা ইউসুফ আলী, ডাঃ আমিনুল ইসলাম, চোপিনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ফরিদ উদ্দিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।