৩০ আশ্বিন, ১৪৩২

১৬ অক্টোবর, ২০২৫

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় রিকশাচালক আহত, ছাত্রদল ও রেড ক্রিসেন্টের তাৎক্ষণিক সহায়তা

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৭:৪২ অপরাহ্ন
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় রিকশাচালক আহত, ছাত্রদল ও রেড ক্রিসেন্টের তাৎক্ষণিক সহায়তা

 

বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় সরকারি শাহ্ সুলতান কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার কিছু পর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কলেজের সামনে একটি রিকশা, মোটরসাইকেল ও বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে রিকশাচালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক (দপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) মোঃ জাকিরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মী এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত রিকশাচালককে উদ্ধার করেন। তারা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করান।