
মাজেদুর রহমানঃ বগুড়া-৬ আসন দীর্ঘদিন ধরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের রাজনৈতিক ঐতিহ্যের আসন হিসেবে পরিচিত। তবে জিয়া পরিবারকে বাদ দিয়ে যদি এ আসনে কেউ নির্বাচন করতে চান, তাহলে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আরফাতুর রহমান আপেল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
আরফাতুর রহমান আপেল লিখেছেন, “আমার বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে, আমি কারাভোগ করেছি, তবুও আমি বিএনপির আদর্শে অটল থেকে জিয়া পরিবারের আসন ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। তাই এখন আমি বগুড়া-৬ আসনে নির্বাচন করতে চাই। এ ক্ষেত্রে আপনাদের সাহায্য ও সহযোগিতা একান্তভাবে কামনা করি।”
তিনি আরও উল্লেখ করেন, দল ও সংগঠনের প্রতি তাঁর দীর্ঘ দিনের ত্যাগ ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রয়েছে। সেই অভিজ্ঞতা ও সাহসকে কাজে লাগিয়ে জনগণের প্রতিনিধি হয়ে তিনি বগুড়া-৬ আসনকে জিয়ার পরিবারের ঐতিহ্যের আসন হিসেবেই ধরে রাখতে চান।
আরফাতুর রহমান আপেল বিএনপির নেতাকর্মী ও জনগণের প্রতি দোয়া ও সমর্থন কামনা করেছেন।