৩০ আশ্বিন, ১৪৩২

১৬ অক্টোবর, ২০২৫

ইউনিয়নের সার্বিক উন্নয়নে মানুষের ভোট ও দোয়া চাইঃ আলহাজ্ব আশরাফ উদ্দিন

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
ইউনিয়নের সার্বিক উন্নয়নে মানুষের ভোট ও দোয়া চাইঃ আলহাজ্ব আশরাফ উদ্দিন

 

বগুড়া প্রতিনিধিঃ

মোগড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আশরাফ উদ্দিন সম্প্রতি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রার্থনা করে জানিয়েছেন যে, অতীতের বেশ কয়েকজন চেয়ারম্যান ওই ইউনিয়নকে প্রত্যাশিত উন্নয়ন উপহার দিতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেছেন, বিগত দিনে যারা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা রাস্তা-ঘাট সহ কোনো মুখ্য উন্নয়ন কার্য সম্পন্ন করতে পারেননি।

 

আলহাজ্ব আশরাফ উদ্দিন জানান, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এবং ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডকে মডেল ও উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় পোষণ করেছি। তিনি বলেন, এবার আমাকে আসন্ন নির্বাচনে দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে আমি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের রোল মডেল স্থাপন করতে চাই এবং গরিব ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই।

 

প্রার্থী হৃদয়ঙ্গম ভাষায় জানিয়েছেন যে, তার ব্যক্তিগত কোনো পাওয়ার আকাঙ্ক্ষা নেই। আমার একমাত্র লক্ষ্য হলো জনগণের সেবা করা। আপনাদের মূল্যবান ভোট পেলে আমি ইউনিয়নবাসীকে কখনও নিরাশ করবো না। তিনি জনগণকে অনুরোধ করেছেন একজোট হয়ে যেন তারা বাস্তব পরিবর্তনের জন্য সঠিক সিদ্ধান্ত নেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেন।

 

স্থানীয় পর্যায়ে তার এ ঘোষণাকে ইতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়ে ইউনিয়নের সাধারণ জনগণের অনেকে বলেন যে, যদি বাস্তব উদ্যোগ ও স্বচ্ছতা থাকে তবে ইউনিয়নের বদল সম্ভব। আশরাফ উদ্দিন নির্বাচনী সফরে গ্রাম ঘুরে জনগণের সমস্যা শুনবেন এবং প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কাজের তালিকা তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। উপজেলা নির্বাচন নিশ্চিত করার আগে তিনি সকলে থেকে দোয়া ও ব্যপক সমর্থন কামনা করেছেন