
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার বিদায়ের পর দেশবাসী আশা করেছিল বৈষম্যহীন সমাজ ও সুষ্ঠু নির্বাচন হবে। গণহত্যা ও ফ্যাসিবাদের বিচার হবে। কিন্তু জাতি হতাশ হয়েছে, কিছুই হয়নি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই সনদে আইনিভিত্তি দিতে হবে এবং নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত করতে হবে। আওয়ামী দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার বিচার করতে হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি বলেন, জামায়াত সব সময় ন্যায়ের পক্ষে থেকেছে, অন্যায়ের কাছে মাথা নত করেনি। গণআন্দোলনের ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই স্বৈরাচার এসেছে, জামায়াত জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকেছে। ইসলামী ছাত্রশিবিরকে ছাত্রসমাজ নিরাপদ আশ্রয় হিসেবে দেখেতার প্রমাণ ডাকসু ও জাকসু নির্বাচন। আজকের ছাত্ররাই আগামী দিনের রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই ছাত্র-যুবকদের নিয়ে যে কোনো অন্যায়, বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র করা হয়, জনগণের ভোটাধিকার হরণ করার চেষ্টা হয়, তবে দেশের মানুষ আর বসে থাকবে না। প্রতিটি গ্রাম-গঞ্জ, জনপদে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমাদের এই আন্দোলন গণঅধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন।
উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সহকারী সেক্রেটারি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, উপজেলা অফিস সেক্রেটারি অধ্যাপক গাজীউর রহমান, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি ও শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুর রউফ খাঁন, উপজেলা মজলিশে শূরা সদস্য আব্দুস সাত্তার, মাওলানা ফজলুর রহমান এবং শাজাহানপুর শহর শিবিরের সভাপতি আবু সাইম।