৩০ আশ্বিন, ১৪৩২

১৬ অক্টোবর, ২০২৫

বিসিবি কাউন্সিলরশিপে মনোনীত রাকিবুল ইসলাম সানির কৃতজ্ঞতা প্রকাশ

মাজেদুর রহমান প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
বিসিবি কাউন্সিলরশিপে মনোনীত রাকিবুল ইসলাম সানির কৃতজ্ঞতা প্রকাশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলরশিপে মনোনীত বগুড়ার মোঃ রাকিবুল ইসলাম (সানি)

 

 

মাজেদুর রহমানঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলরশিপে মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বগুড়ার মোঃ রাকিবুল ইসলাম (সানি)। তিনি বলেন, “ক্রিকেট শুধু একটি খেলা নয়, বরং জাতীয় আবেগ ও তরুণদের জন্য অদম্য প্রেরণার উৎস।”

রাকিবুল ইসলাম সানির জন্ম বগুড়া জেলার ৩নং ওয়ার্ডের কাটনারপাড়ায়। তিনি বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম থেকে ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে তিনি ব্যবসার পাশাপাশি সমাজসেবায় যুক্ত হন। বর্তমানে তিনি কেন্দ্রীয় সংগঠক হিসেবে জাতীয় যুবশক্তি (এনসিপি) এবং সমন্বয়কারী সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলায় দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে ছাত্র-প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।

বগুড়ার ক্রিকেট নিয়ে তার পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান—
১. জেলা পর্যায়ে একটি আধুনিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা।
২. নিয়মিত ইন্টার-স্কুল ও ইন্টার-কলেজ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন।
৩. স্থানীয় মাঠ উন্নয়ন ও আধুনিক ক্রীড়া সরঞ্জাম সরবরাহ।
৪. ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজন।
৫. খেলোয়াড়ের পাশাপাশি কোচ, আম্পায়ার ও গ্রাউন্ডসম্যান তৈরিতে উদ্যোগ।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “বিসিবির সহযোগিতা এবং বগুড়াবাসীর সমর্থন পেলে বগুড়াকে আবারও দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্রে রূপান্তরিত করা সম্ভব হবে।”