
মাজেদুর রহমানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বগুড়া জেলা শাখার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
শুভেচ্ছা বক্তব্যে জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “ধর্মীয় উৎসব শুধু একটি সম্প্রদায়ের নয়, বরং সবার আনন্দের উৎসব। এই ধরনের সহযোগিতা সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুদৃঢ় করে এবং সমাজে সৌহার্দ্য বাড়ায়। তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা ও উপহারই প্রমাণ করে বিএনপি সর্বদা সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন ও সবুজ দেওয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সহ-প্রচার সম্পাদক এস এম রিপন, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, সহ-শ্রম সম্পাদক সোহাগ মাহমুদ, সহ-আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান জিতু, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, দপ্তর সম্পাদক সজল হাসান এবং সদর উপজেলা যুবদলের যুবনেতা গোলাম রব্বানী জায়দার।
এছাড়া পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় পান্ডে, বগুড়া পূজা উদযাপন ফ্রন্ট কমিটির আহ্বায়ক অতুল চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক সুজিত জয়সওয়ালসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা যুবদলের উদ্যোগে প্রায় ৩০০ জন সনাতন ধর্মাবলম্বী ভক্তদের মাঝে শারদীয় শুভেচ্ছা ও বস্ত্র বিতরণ করা হয়।
বক্তারা বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক বন্ধনকে শক্তিশালী করবে।