৩০ আশ্বিন, ১৪৩২

১৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়ার সম্মেলন অনুষ্ঠিত

মামুন উর রশিদ /বিশেষ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়ার  সম্মেলন অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিনিধিঃ শনিবার বিকেলে বগুড়ার চকফরিদ কলোনীর শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখার শিক্ষক প্রতিনিধি সম্মেলন অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকারের সভাপতিত্বে ও অধ্যাপক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় কমিটির রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল। 

‎প্রধান অতিথি বলেন, অবিলম্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সম্মানজনক বাড়ি ভাড়া, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, ইবতেদায়ী ম্রাাসা ও অনার্স কোর্সের শিক্ষকগণকে এমপিওভুক্ত করতে হবে । 

তিনি আরো বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণকে পেনশনের সুবিধার আওতায় আনতে হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করতে হবে ।

ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বগুড়া অঞ্চলের উপদেস্টা অধ্যাপক মোঃ আব্দুর রহিম, আদর্শ শিক্ষক ফেডারেশন ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সহ সভাপতি অধ্যাপক মুহাঃ রবিউল ইসলাম, জেলা জামায়াতের আমীর ও সংগঠনের প্রধান উপদেস্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। 

 

‎আরো বক্তব্য রাখেন মাওলানা মানছুরুর রহমান,অধ্যাপক আব্দুল বাছেদ, অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, মাওলানা মোঃ আব্দুল মজিদ।