
বিশেষ প্রতিনিধিঃ "শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বগুড়ায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকবৃন্দের ৫ দফা দাবির বাস্তবায়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় বগুড়া জিলা স্কুলের শিক্ষক মিলনায়তনে “স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদ” এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), বগুড়া জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ। এছাড়াও জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এতে অংশ নেন।
সভায় শিক্ষকবৃন্দ তাঁদের ৫ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- ১️. বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন; ২️. বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মঞ্জুরী আদেশ প্রদান; ৩️. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা; ৪️. সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদসোপান বাস্তবায়ন; ৫️. আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিক কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা।
বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন হলে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে এবং শিক্ষাক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। সভা শেষে শিক্ষক সমাজের ঐক্য ও পেশার মর্যাদা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আকন্দ, সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ আকন্দ, ধনুট সরকারি নইমুদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ। আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক তরুণ কুমার চাকি ইসলাম শহিদুল ইসলাম আলমগীর হোসেন শাহিনুর আলম মামুনুর রশিদসহ অনেকে।